ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক।
সোমবার(৩ আগস্ট) শামীম হকের পক্ষ থেকে ফরিদপুরে বন্যাদুর্গত প্রায় ১০০০ জন লোকের মধ্যে ঈদ উপহার হিসেবে রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাবার হাতে বন্যা দূর্গতদের অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন । করোনাভাইরাসের সংক্রমণের পরে দীর্ঘমেয়াদী এবারের বন্যার কারণে অনেকে ঈদের দিন খাবার খেতে পারেননি ।

তাই তারা খাবার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শামীম হকের জন্য দোয়া করেন । সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে বন্যার প্রকোপ ও নদী ভাংগন শুরু হওয়ায় বন্যাদুর্গত লোকজনকে সহায়তার জন্য বন্যার্তদের মাঝে খাবার সামগ্রী প্রদান করা হচ্ছে।
নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই শামীম হকের পক্ষ থেকে ফরিদপুর জেলায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দুস্থদের সহায়তায় কাজ করে যাচ্ছে।
এ ব্যাপারে শামীম হক বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে বঙ্গবন্ধু কন্যার নির্দেশ পালনে এ ধরণের খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।