সংরক্ষিত (৩৩৪) মহিলা আসনের এমপি সালমা চৌধুরী(রুমা) করোনা আক্রান্ত হয়েছেন।গত কয়েকদিন ধরে তার জ্বর ,ঠান্ডা সহ শারীরিক অবস্থার অবনতি হলে রাজবাড়ী সদর হাস্পাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। পরে তার রিপোর্ট পজেটিভ আসে। তার শ্বাস কষ্ট দেখা দিলে আজ সকাল ৯টায় তাকে রাজবাড়ী সদর হাস্পাতালে কোভিড ইউনিটে ভর্তি করা হয় ।
বিষয়টি নিশ্চিত করে তার বড় ভাই গোলাম মোস্তফা রন্টু চৌধুরী জানান, বন্যার্তদের মাঝে ত্রান বিতরণের জন্য কিছুদিন তাদের বাড়ীতে বাড়ীতে গিয়ে তাদের খোজ খবর নিয়েছেন। গত কয়েকদিন ধরে শরীরে জ্বর দেখা দিলে রাজবাড়ী সদর হাস্পাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে তার রিপোর্ট পজেটিভ আসে। সকালে শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় সকাল ৯ টার দিকে সদর হাঁসপাতালে ভর্তি করা হয়।
তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার স্বামী স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচীব সোলায়মান খান আজকে হেলিকপ্টরে করে ঢাকা মেডিক্যাল হাঁসপাতালে নিয়ে যাবেন বলে জানান।