1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

দলকে এগিয়ে নিতেই মহাসচিব পরিবর্তনঃ জাপা চেয়ারম্যান জিএম কাদের

  • সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৩০৭

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অনুরাগ- বিরাগের বিষয় নয়, দলের প্রয়োজনে মহাসচিব পরিবর্তন করা হয়েছে। গঠনতন্ত্র দলের চেয়ারম্যানকে কতগুলো কতৃত্ব দিয়েছে। দলের প্রয়োজনে কাউকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার ক্ষমতা দল তাকে দিয়েছে।

বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় আরো বলেন, জাতীয় পার্টি একটি সম্ববনাময় দল। দলকে সামনে এগিয়ে নিতে মহাসচিব পদে পরিবর্তন করা হয়েছে। মহাসচিব পরিবর্তন হলেও দলে কোন বিবেদ হবে না।

জাপা চেয়ারম্যান জানান, বন্যায় মানুষ কষ্টে রয়েছে, ত্রাণ সহায়তা আরো বাড়ানো উচিত বলে মনে করেন তিনি। বন্যা যেহেতু দীর্ঘ স্থায়ী রুপ নিয়েছে তাই সকল সরকারী- বেসরকারী সংস্থাগুলো বানভাষী মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।
এছাড়া বন্যার্ত মানুষগুলোর জন্য সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, জাপা সাধ্যমত বানভাষীদের পাশে দাড়াবে।

এর আগে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সার্কিট হাউসে পৌছলে পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।ঈদের নামাজের পর কোরবানী শেষে তিনি ঢাকার উদ্দ্যোশে রওনা দিবেন বলে দলীয় সুত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪