1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

রাজাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি পুনরুদ্ধারের দাবীতে অবস্হান কর্মসূচি পালিত।

  • সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৪৪৮

“স্কুল বাঁচলে বাঁচবে শিক্ষা” এই শ্লোগানে ঝালকাঠির রাজাপুরের শত বছরের ঐতিহ্যবাহি রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বেহাত হওয়া সম্পত্তি ভূমিদস্যুদের অনিয়ম ও দুর্নীতির
হাত থেকে পুনরুদ্ধারের দাবীতে আজ (৩০ জুলাই) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে অবস্হান কর্মসূচী অনুস্ঠিত হয়েছে।প্রতিরোধে চলমান ১১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে অবস্হান কর্মসূচীতে রাজাপুর উপজেলা সর্বস্তরের স্কুলের প্রাক্তন – বর্তমান শির্ক্ষাথী ও রাজাপুরবাসী অংশ গ্রহন করে।
সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবী, বদ্ধভূমি সংলগ্ন বিদ্যালয়ের জমিতে বিদ্যমান লীজ ও অবৈধ হস্তান্তরকৃত স্থাপনা উচ্ছেদ করে সীমানা নির্ধারণ ও বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠের সংকোচন রোধ ও খেলার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, বিগত বছর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রদানকৃত সকল লীজ বাতিল করে উক্ত সম্পত্তি বিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট কাজে ব্যবহার করাসহ ১১ দফা দাবী বাস্তবায়নের জন্য হুশিয়ারি প্রদান করেন।


অবস্হান কর্সূচী মঞ্চে বক্তব্য রাখেন–রাজাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতিএ্যাডঃ এ এইচ এম খায়রুল আলম সরফরাজ, ঝালকাঠি জেলা আওয়ামীলীগ সহ- সভাপতি এ্যাড. সনজিব কুমার বিশ্বাস,প্রবীন বীরমুক্তিযোদ্ধা মোঃ এনায়েত হোসেন খান মিলু, সাবেক উপজেলা পরিষদ চেয়্যারম্যান আলহাজ্ব মিলন মাহমুদ বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু, রাজাপুর উপজেলা যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃধা,হিন্দু খ্রীস্টান ঐক্যপরিষদের সাধারন সম্পাদক নিত্যানন্দ সাহা, সাবেক বিআরডিবি চেয়্যারম্যান আবুল হাসনাত আবদুল্লাহ, রাজাপুর জাতীয় পার্টির (জেপি)মন্জু সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন জুয়েল সহ আর ও অনেকে।

বক্তারা বলেন– রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।১৫ আগস্ট পর্যন্ত সময় বেধে দেন।এর সমযের মধ্যে স্কুলের সকল ভূ- সম্পত্তি সীমানা নির্ধারন পূর্বক সকল লীজ বাতিলের আহবান জানান,স্কুলের সম্পত্তি লীজ দেয়ার ক্ষমতা স্কুল ম্যানেজিং কমিটির নেই।অবতি বিলম্বে লীজ বাতিল করে স্কুলের স্বাভাবিক পরিবেশ সুরক্ষায় সকলের সহযোগীতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪