1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

বরিশালে মৎস চাষের পাশাপাশি হাঁস পালনে ঝুকছে মানুষ

  • সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ২১২

বরিশালের উজিরপুরে মৎস চাষের পাশাপাশি হাঁস পালনে ঝুকছে অধিকাংশ ব্যবসায়ীরা।এর মধ্যে উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মোঃ হারুন হাওলাদার (৬৫) ও তার ছেলে হান্নান হাওলাদার মিলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে ৪০ শতাংশ জমিতে মাছের ঘের ও পাশাপাশি ৩ শত হাঁস পালন করছে। নতুন করে তার আশা যুগিয়েছে মাছ চাষ ও হাঁস পালনে স্বাবলম্বী হওয়ার।

ব্যতিক্রম উদ্যোগের কারণে ব্যাপক উৎসাহ পাচ্ছে এলাকাবাসী। উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক ব্যবসায়ী মাছ চাষের পাশাপাশি সাধারণত মুরগী পালন করছে। কিন্তু মাছ চাষের পাশাপাশি হাঁস পালন তেমন চোখে পড়ছে না। তবে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী এবং বেকারত্ব দুরিকরনে এ পর্যন্ত ব্যবসার অনুপ্রেরণা যুগিয়েছে এলাকার একাধিক পরিবার।

এ ব্যাপারে হারুন হাওলাদার জানান মাছের পাশাপাশি হাঁস পালনে আমাদের কোনো বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে না। এছাড়াও ঝাকে ঝাকে হাঁস মাছের ঘেরে যখন ঘোরাফেরা করে তখন আনন্দ ও উল্লাসে কাজে আর মোটেও কষ্ট অনুভব হয়না।

তিনি বেকারত্বেও অভিশাপ থেকে মুক্তির জন্য এলাকার সকলকে এ ব্যবসার প্রতি উৎসাহী হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪