রবিবার রাতে কবি ও সাংবাদিক সুমন মাহমুদ দিহানের একমাত্র মেয়ে সাবিহা তাসনীম এর জন্মদিন নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে নিজ বাসায় পালিত হয়।সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন পত্র-পত্রিকায় সাহিত্য বিভাগে লেখা-লেখি করেন তিনি। সাংবাদিক সুমন মাহমুদ দিহানের একমাত্র মেয়ের জন্মদিনে উজ্জল ভবিষৎ কামনায় মহান সৃষ্টিকর্তার কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। মা হারা সাংবাদিক সুমন জানান -আমার মা নেই ।
আমি বুজতে পারি মা কি জিনিস। তাই আল্লাহ পাক আমাকে একটা আম্মাজান দান করেছেন।অবশেষে সে তার সাংবাদিক সহকর্মীসহ বন্ধু বান্ধব ও আত্বীয় স্বজনের কাছে দোয়া কামনা করেন।
সাংবাদিক সুমন মাহমুদ দিহানের কন্যার জন্মদিনে বাংলাদেশ বুলেটিন২৪. ডটকম এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান এর প্রকাশক-সম্পাদক মুর্তুজা হায়দার শরীফ ও তানভীর আকতার শিপার।