বগুড়া সংবাদদাতাঃ- বগুড়া সদর উপজেলা বৃন্দাবন পাড়া ২ নং ওয়ার্ড এর নারী সমাজ সেবীকা হিসাবে মানুষের মনে পরিচিত নাম সেলিনা সুলতানা কনিকা। বৈশিক মহামারী’ করোনা পরিস্থিতিতে মানুষের সেবায় ঝাপিয়ে পড়েছে কনিকা। নিজেকে বিলিয়ে দিয়েছে গনমানুষের তরে।
জেলা প্রশাসকের স্বেচ্ছাসেবী নিয়োগে অংশ নিয়ে গণসচেতনতায় ছুটে বেরিয়েছে মানুষের মাঝে।সামাজিক দুরত্ব মেনে চলুন,নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখুন এমন বানি ঘরে ঘরে পৌছে দিয়েছেন সেলিনা সুলতানা কনিকা।
কিছুদিন পর যখন লকডাউন দেখা দিলো খাদ্য সংকট তখন তিনি মানবতার ফেরিওয়ালার মতো বাড়ি বাড়ি খাবার পৌছে দেয়ার কাজ শুরু করেন। চাল,ঢাল,তেল,সবজি ডিম সহ অনেক খাদ্যসামগ্রী পৌছে দেয় গরিব ক্ষুধার্ত মানুষের হাতে।
তার এলাকার এলাকাবাসী দাবী তার মতো মানবদরদীনি পেয়ে তারা ধন্য।