মোঃসুমন মাহমুদ দিহান
নতুন জামা পরতে আমার আর ভালো লাগেনা।
ঈদের দিনে এখন আর মাকে সালাম করা হয়না।
মায়ের চেয়ার টা আজ ও ফাঁকা হয়ে আছে।
আশে পাশের কতজনই খাবার নিয়ে আসে।মা তো আমার মিথ্যাবাদী।মা আসবে বলে ও আসেনা।কত সপ্ন দেখি মাকে নিয়ে।কিন্তু মা….
আমি এতটাই ভাগ্যবান হতবাগা যে….
ঈদের দিনে মায়ের হাতের সেমাই টুকুও খুঁজে পাইনা।
পাব কি করে…..
মা তো আজ আমার সাথে অভিমান করে শুয়ে আছে কবরে।
প্রায় ৫ বছর হয়ে গেল অভিমানে চলে গেছে মা আমার।এখন আর হাজারো ইচ্ছে করলে ও মাকে জরিয়ে ধরে কাদতে পারিনা।শুধু পারি তার কবরের পাশে বসে একা একা মায়ের সাথে কথা বলতে।ভালো থেকো মা জননী….
দয়া করে সবাই মাকে ভালোবাসবেন।
অবশ্যই ঈদের নামাজে যাওয়ার আগে মাকে সালাম করে মসজিদে যাবেন।সকল মাকে জানাই সালাম ও এই এতিমের ভালবাসা।
ভালো আছি…ভালো থাকবেন।আল্লাহ হাফেজ।
বিঃদ্রঃ আমার মা নেই। তাই মা কি জিনিস আমি তা বুজি।আমার কথায় কেউ কস্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন।