1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

গাজীপুরে তুরাগে নিখোঁজ এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

  • সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৩৪৭

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন টান কড্ডা এলাকায় তুরাগ নদের খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি ভাসমান অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে।এর আগে রোববার দুপুরে টান কড্ডা ব্রিজের পাশে একটি খালে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়।

নিহত হলো- গাইবান্ধার সাদুল্লাপুর থানা এলাকার রবীন্দ্রনাথের ছেলে দুর্জয় (১৪)। নিখোঁজ স্কুল ছাত্র জামালপুরের বকশীগঞ্জ থানা এলাকার আবু সায়েদের ছেলে সাকিবুল (১৬)। তারা গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন নাওজোর এলাকায় পরিবারের সাথে বাসা ভাড়া থাকে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ শাহাদত হোসেন জানান, টান কড্ডা ব্রিজের পাশে তুরাগ নদের একটি খালে ৬ বন্ধু মিলে গোসল করতে নামে। এ সময় তারা গাড়ির টিউব দিয়ে সাঁতার কাটছিল। এক পর্যায়ে টিউবটি উল্টে যায়।

এ সময় ৪জন সাঁতরে পারে আসতে পারে কিন্তু সাকিবুল ও দুর্জয় পানিতে তলিয়ে যায়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।খবর পেয়ে ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার চেষ্টা চালায়।

কিন্তু ওই খালে প্রচন্ড স্রোত থাকায় ওইদিন তারা উদ্ধারে ব্যর্থ হয়। তবে খোঁজাখুঁজির চেষ্টা অব্যাহত থাকে। এক পর্যায়ে সোমবার ডুবুরি দল ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় দুর্জয়ের মরদেহ উদ্ধার করে।

সাকিবুলকে এখনও উদ্ধার করা যায়নি। সাকিবুল স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণী ও দুর্জয় অষ্টম শ্রেণীর ছাত্র।টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মোঃ জহির উদ্দিন জানান, গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে ভাসমান অবস্থা দুর্জয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাকিবুলকে খোঁজাখুঁজি করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪