1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

উজিরপুরের কালিহাতায় গরু চোরের উপদ্রব বাড়ছে চোর আতঙ্কে খামারীরা

  • সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ১৭৫

বরিশালের উজিরপুরের কালিহাতায় গরু চুরির উপদ্রব বাড়ছে। চোর আতঙ্কে খামারীরা। পবিত্র ঈদুঁল আযহা উপলক্ষ্যে কোরবানীর হাটে সুলভ দাম পাবার আশায় লক্ষ লক্ষ টাকা পুঁজি খাটিয়ে প্রতি বছরের ন্যায় খামারীরা অধিক গরু পালন করছে। ঈঁদকে সামনে রেখে চোর চক্ররা বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিনিয়ত ভোর হলেই শোনা যায় কালিহাতার বিভিন্ন স্থানে খামার থেকে গরু চুরি হয়ে গেছে। ৪ দিন পূর্বে রাজ্জাক ফরাজীর এক লাখ টাকা মূল্যের গরু চুরি হয়েছে। এছাড়াও ইউসুফ ফরাজীর বাড়ী থেকে গরু চুরির সময় পরিবারের লোকজন টের পেলে গরু বাগানে ফেলে চোরচক্ররে পালিয়ে যায়।১৫জুলাই রাত ১১টায় সেকেন্দার রাড়ীর বাড়ীর সামনে থেকে গরু চুরির প্রস্তুতিকালে এক চোরকে স্থানীয়রা হাতে নাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। প্রতিটি খামারীদের রাত জেগে পাহারা দিতে হচ্ছে।

প্রতিদিন পাহারা দিতে গিয়ে ঘুমে কাতর হয়ে গেছে খামারীরা। গরু চুরির পাশাপাশি এলাকায় প্রতিটি পরিবারই চোর আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে। একাধিক ব্যক্তি জানান এলাকার বিভিন্ন স্থানে প্রতিদিন রাতে অপরিচিত লোকদের আনাগোনা দেখা যায়। ইতিপূর্বে দঃ কালিহাতা গ্রামে প্রধান শিক্ষক সোহরাব হোসেনের বাড়ীতে ডাকাতি হয়েছিল। শরীফ বাড়ীর রিনা বেগমের কয়েক ভরি স্বর্ণ অলংকার চুরি হয়। স্থানীয়দের দাবী দূর থেকে আসা চোরচক্ররে এলাকায় কারো যোগসাজসেই চুরি সংঘঠিত করছে। নতুবা অন্য এলাকা থেকে চোরচক্ররে রাতের আধাঁরে এসে সাহস যোগায় কিভাবে প্রশ্ন রাখেন শতশত ব্যক্তিরা।

স্থানীয় আরো জানান এলাকার মাদকসেবীরা তাদের মাদক সেবনের টাকা যোগাতেই ওই চোরচক্রের সাথে আতাত করে গরু চুরি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। এছাড়া ও উপজেলার বিভিন্ন স্থানে একাধিক খামারীর গরু চুরি হয়েছে বলে জানা যায়।
চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছে এলাকাবাসী ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪