1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

সাভারের আশুলিয়ায় রিজেন্ট গ্রুপের ৪৮টি চেকসহ আটক ২

  • সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ২৪২

রাজধানীর সন্নিকটে সাভারের শুলিয়ায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের স্বাক্ষর ও সীল সম্বলিত ৪৮টি চেক বইয়ের পাতাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। এদের মধ্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দীন জালালী (৬১) ও তার গাড়িচালক মাহমুদুল হাসান (৪০)।

এসময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে মাদক ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য, জব্দ করা হয়েছে একটি প্রাইভেটকার।

বৃহস্পতিবার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচাল লে. কর্নেল আশিক বিল্লাহ মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিকাল ৫ টায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১।

আটককৃত গিয়াস উদ্দীন জালালী (৬১) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রুপসাদী গ্রামের মৃত ফকির সুলতান জালালীর ছেলে ও রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের বায়রা। প্রাইভেটকার চালক মাহমুদুল হাসান (৪০) শরিয়তপুর জেলার জাজিরা থানার ছোট কৃষ্টনগরের ফয়জুল মাতবরের ছেলে।

র‌্যাব জানায়, বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে একটি শাখা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে (ঢাকা মেট্রো-গ ২৯-৫০১৫) তল্লাশি করে ১০ বোতল ফেন্সিডিল ও ২১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় প্রাইভেটকারে থাকা গিয়াস উদ্দীন জালালী নামে এক ব্যক্তি ও চালক মাহমুদুল হাসানকে। পরে তাদের কাছ থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের স্বাক্ষর ও সীল সম্বলিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ এভিনিউ শাখার ৪৮টি চেক বইয়ের পাতা ও রিদম ট্রেডিং এর নামে ডাচ বাংলা ব্যাংক প্রগতি স্মরণী শাখার একটি চেক বই পাওয়া যায়। পরে তাদের পরিচয় নিশ্চিত হয় র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪