1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

সাংবাদিকতার যোগ্যতা, কে করতে পারবে, কে পারবে না—!! সাংবাদিকরা কি স্বাধীন–??

  • সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩৫৭

সাংবাদিকতা একটি মহান পেশা,জাতির বিবেক বলা হয়।সাংবাদিকরা ইচ্ছা করলে সমাজ, ও দেশের দূর্নীতি সহজেই জাতির সামনে তুলে ধরতে পারে, সমাজে যারা মুখোশ পরে সাদা ধবধবে অায়রন করা কাপড় পড়ে ঘুরে বেড়াচ্ছে তারাই অনেকাংশেই দূর্নীতির সাথে জড়িত।যেমন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের অবস্থা দেখুন মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী সহ্ অাওয়ামী লীগ, ছাত্রলীগ,সহ সব প্রথম শ্রেনীর নেতা, সাংসদ,মন্ত্রী, এমপি সবার সাথে ছবি অাছে, কেউ কি জানতো সে করোনা টেস্ট এর মত এতো বড় দূর্নীতি’র সাথে জড়িত ? তাহলে কেউ তার সাথে ছবি তুলে এই ভূল টা করতো না।

এখন যে নিউজটা একজন ভালো মানের সাংবাদিক কে ব্যথিত করে সেটা হচ্ছে সাংবাদিকতা করতে হলে একজন সাংবাদিকের কতটুকু যোগ্যতা লাগে, কতটুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়,বা কতটুকু অভিজ্ঞতার দরকার হয়।

একজন ছেলে বা মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স কমপ্লিট করছে, ৫-৬ বছর সাংবাদিকতা করার চেষ্টা করছে, সে কি সাংবাদিক পরিচয় দিতে পারবে—??
অন্যদিকে লেখাপড়া তেমন জানা নেই,কম্পিউটারের দোকানে ২০ টাকা দিয়ে নিউজ লিখে সেটা পত্রিকা বা অনলাইনে দিলেই সে সাংবাদিক—??
অাসুন এই সাংবাদিকের পৃষ্ঠপোষক কারা, কেন বা তারা সাংবাদিকতাকে কলংকিত করছে জেনে নেওয়া যাক।
একটা নিউজ কখনও লিখতে পারে না, বানান ভূল, অন্যর নিউজ কপি করে নিজের নামে চালিয়ে দেয় এটাই হয় গুরুর কাছ থেকে প্রথম শিক্ষা—!!

তাহলে তাঁর সাংবাদিকতা নিয়ে কথা তো হবেই–!!

উপজেলা ভিত্তিক সাংবাদিকের পিছনে ফিরে তাকালে দেখা যায় সবাই কোন, না কোন ছোট ব্যবসা’র সাথে জড়িত ছিলো বা এখনো অাছে এখন সমাজের বা দেশের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত সাংবাদিকতা করে–!!
যদি তাঁর যোগ্যতা থাকে, অভিজ্ঞতা থাকে লেখার মান ভালো থাকে তাহলে তাঁর সাংবাদিকতা দোষের কিছু নেই,বা ট্রল করার কিছু নেই।

তোমার কাজে তুমি যদি সন্তুষ্ট থাকো,তাহলে তুমি তোমার কাজ চালিয়ে যাও কে কি বল্লো তাতে দোষের কিছু নেই।কারন সৎ উপায়ে প্রতিটি কাজই সন্মানের সে ছোট হোক বা বড় হোক।

ইন্ডিয়ার প্রধানমন্ত্রী চা বিক্রেতা ছিলেন তার প্রঙ্গা,দক্ষতা দিয়ে তিনি অাজ দেশের প্রধানমন্ত্রী, সে গর্ব করেই বলে অামি চাই ওয়ালা ছিলাম–!!

অাজাদ প্রডাক্টের কর্নধরের জীবনী অনেকেই জানেন
ফুটপাত থেকে ভিউ কার্ড বিক্রি দিয়ে জীবন শুরু করেন এখন তিনি শিল্পপতি।

মুচি দোকানের মেয়ে ম্যাজিস্ট্রেট, রিক্সা চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফল, এখনো অামরা এই সমাজ বা দেশে দেখি।
অবশ্যই আমদের সবারই পেশা নয় কর্ম কে সন্মান জানানো উচিত।
এখন যারা ডুপ্লেক্স বাড়ী, দামি পোষাক,দূর্নীতির মাধ্যমে টাকা কামিয়ে সমাজে ভালো মানুষের তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের প্রত্যেকেই পিছনের গল্প অনেক নির্মম।
কেউ ছিলেন পরের দোকানের নাম মাত্র বেতনের কর্মচারী মালিক কাষ্টমার কে চা এনে খাওয়াতেন, কারো ছিলো থালা বাটি ভাড়া দেওয়ার দোকান,এখনো টাকা হাওলাত নিয়ে দেন না, হোটেলে নারী,মদ নিয়ে দিন কাটে, জমি বিক্রি বা ভিটে বিক্রি করে আনা টাকা নিয়ে চাকরি দেওয়ার কথা বলে দিনেন পর দিন ঘোরাচ্ছেন, গরীব মানুষের শেষ সম্বল বিক্রি করা টাকা দিয়ে স্ত্রী,সন্তানের বিলাসিতা করছেন তাদের মুখে নীতি কথা অন্য’র পেশা বা পদ পদবী নিয়ে সমালোচনা সত্যই বেমানান।

আয়না নিজের মুখ সবার দেখা উচিত আমি নিজে সৎ থাকলে অসৎ এর সমালোচনা আমার কতব্য’র মধ্যো পড়ে।
বাবার শালিশ বৈঠকের অবৈধ টাকায় ঘরে বসে রান্না বান্না করার চেয়ে বটগাছতলা চা’য়ের দোকান দিয়ে বসুন এটা অবশ্যই সন্মানের।

বাংলাদেশ প্রেস কাউন্সিল বিবৃতি দিয়ে বলেছে অনলাইনে পেয়েছি, গ্রাজুয়েশন না থাকলে সাংবাদিক হওয়া যাবে না।
আমরা যারা সাংবাদিকতা করি শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন ক’জনের আছে ?

যেমন কর্ম তেমন ফল,আপনি যেমন কর্মকান্ড করবেন ঠিক তেমনটাই পাবেন।
যাদের সাংবাদিকতা নিয়ে সমালোচনা হয় তারা কোন কাজ করেন না পেশা সাংবাদিকতা হিসেবে নিয়েছেন, এখন তারা কি করবেন ?

কারন উপজেলা ভিত্তিক যারা সাংবাদিকতা করেন তাদের কোন বেতন নেই এজন্যই তারা বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন।

তবে এদের সংখ্যা খুবই কম
অতিরিক্ত শুশীল না হওয়াই ভালো।
আলোর নিচে অন্ধকার।
এটা সবারই জানা।

একজন দূর্নীতিবাজ রাজনৈতিক ব্যক্তির কাছে তখন ই ওই সাংবাদিক ভালো হয় যখন তার বা তার অাত্বীয়র নিউজ কাভার করা হয়।
যখনই আপনি তার নিউজ কাভার করলেন না তখনই অাপনি খারাপ, অাপনাকে নিয়ে ট্রল।
এজন্য অনেক সিনিয়র সাংবাদিক আক্ষেপ করে বলেছেন সাংবাদিকরা কতটা স্বাধীন—-!!
পক্ষে গেলে দুলাভাই বিপক্ষে গেলে তাকে নিয়ে ট্রল–!!

অাসুন দৃষ্টিভঙ্গি পাল্টাই
তাহলে দেশ,সমাজ পাল্টে যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪