রিজেন্টের সাথে চুক্তির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পূর্ববর্তী সচিবের মৌখিক নির্দেশনাকে বুঝিয়েছেন স্বাস্থ্য অধিদপ্ত্রের মহাপরিচালক আবুল কালাম আজাদ। সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক স্বাস্থ্যমন্রণালয়ের কারন দর্শানোর নোটিশের জবাব স্বাস্থ্যসেবা সচিব আব্দুল মান্নানের কাছে জমা দিয়ে যান। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান সচিব।
স্বাস্থ্য সচিব বলেন, আবুল কালাম আজাদের উত্তর পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, মন্ত্রণালয়ের উর্ধ্বতনদের নির্দেশে রিজেন্টের সাথে চুক্তি চুক্তি করা হয়েছে বলে দাবি করেছিলেন অধিদপ্তরের মহাপরিচালক। এরই প্রেক্ষিতে তিন দিনের সময় দিয়ে কারন দর্শানোর নোটিশ দেয় মন্ত্রণালয়।