শ্রীপুরে ম্যানহোলে আটকে থাকা তরল বর্জ্য অপসারণ করতে গিয়ে চাঁদা দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় বর্জ্য অপসারণ কাজ বন্ধ করে দিয়েছে চাঁদাবাজরা। উপজেলার মুলাইদ এলাকায় এ ঘটনা ঘটেছে।
শ্রীপুরে কলকারখানার দূষিত পানিতে অনেক এলাকা সয়লাব হয়ে যেত। পরে সরকার তরল বর্জ্য নিস্কাশনের জন্য তিন কিলোমিটারজুড়ে ম্যানহোল তৈরি করে দেয়। ফলে স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি পায় আটটি শিল্প কারখানাসহ শত শত বাড়িঘর। ম্যানহোলটিতে আবর্জনা আটকে ফের বন্ধ হয়ে এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। তা দূর করতে ওই আটটি শিল্প কারখানা কর্তৃপক্ষ ঐক্যবদ্ধ হয়ে ম্যালহোলের আবর্জনা সরিয়ে পানি নিস্কাশন পথ বের করার উদ্যোগ নেয়।
আলাউদ্দিন অ্যান্ড ব্রাদার্স কোং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ কাজের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়ে কাজ শুরু করলে একটি চাঁদাবাজ চক্র দেড় লাখ টাকা চাঁদা দাবি করে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলাউদ্দিনের কাছে। ৩০ হাজার টাকা দিয়েও তাদের থামানো যায়নি। একপর্যায়ে রোববার সকালে কাজ বন্ধ করে দেয় তারা। এ ঘটনায় আলা উদ্দিন স্থানীয় খাদেমুল টেডন, রাসেল, তাইজুদ্দিন শাজাহান টেডন, আতাব উদ্দিনসহ বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন।