যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীমসহ দুইজনকে জখমের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা। শনিবার দুপুর ১২ টার পর থেকে তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। হামলাকারী সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজু জানিয়েছেন, শুক্রবার রাত ৯টার দিকে সভাপতি ইব্রাহীম ও মিথুন মোটরসাইকেল করে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।
পথিমধ্যে বেড়গোবিন্দপুর বাওড় ব্রিজের কাছে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে মনমথপুর গ্রামের আওরঙ্গজেব চুন্নুর ছেলে শামীম রেজা,পানুর ছেলে ইমরান বেড়গোবিন্দপুর গ্রামের বুলবুলি হোসেনের ছেলে পারভেজ, মৃত মকবুল মল্লিকের ছেলে মহব্বতসহ একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে।
কোন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম ও সাথে থাকা মিথুনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় ইব্রাহীমের পায়ের রগ কেটে দেয় সন্ত্রাসীরা স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হামলার সাথে জড়িত ১৩ জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় এজাহার জমা দেয়া হয়েছে। এই বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ ওসি রিফাত খান রাজীব জানিয়েছেন, ছাত্রলীগ সভাপতির উপর হামলাকারীদের আটকে অভিযান চালানো হচ্ছে। সড়ক অবরোধ তুলে নেয়ার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে কথা বলেছেন তিনি।