স্বপ্ন শিশু-Dream Child করোনাকালীন সময়ে শিশুদের জন্য আনন্দদায়ক কিছু অনলাইন ভিত্তিক আয়োজন করতে যাচ্ছে। বর্তমানে শিশুদের “স্বপ্ন শিশু-Dream Child” এর সাথে যুক্ত করার কার্যক্রম শুরু করেছে।
১৮ বছরের নিচের যেকোনো শিশুই যুক্ত হতে পারবে। “স্বপ্ন শিশু-Dream Child” মুলত শিশুদের নিয়ে কাজ করার জন্য গঠন করা হয়েছে। “স্বপ্ন শিশু-Dream Child” সম্পুর্ন শিশু দ্বারা গঠিত ও পরিচালিত। শিশুরা নিজেরাই শিশুদের জন্য কাজ করার জন্য এই প্লাটফর্ম তৈরি করেছে। এই বিষয়ে “স্বপ্ন শিশু-Dream Child” এর উপদেষ্টা ‘দহেন বিকাশ ত্রিপুরা’ বলেন, “স্বপ্ন শিশু-Dream Child” হচ্ছে যেহেতু সকল শিশুর জন্য উন্মুক্ত। আর সংগঠনটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন।
মূলত শিশুদের নিয়ে কাজ করার লক্ষ্যে এই প্লাটফর্ম। যেকোনো শিশুই প্লাটফর্ম’র সাথে যুক্ত হতে পারবে। পথে বসবাসকারী অবহেলিত ও অনাথ শিশু, সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী শিশুদের জন্য কাজ করা প্রত্যয় নিয়ে এ সংগঠনের পথ চলা।
সংগঠনের কার্যক্রমকে পরিধি বাড়াতে সবার সহযোগিতা ও আর্শীবাদ কামনা করছি। “স্বপ্ন শিশু-Dream Child” র প্রতিষ্ঠাতা ও সভাপতি শচীন দাস’ বলেন, “স্বপ্ন শিশু-Dream Child” মুলত শিশুদের জন্যই গঠিত এবং এটি সম্পুর্ন শিশু দ্বারা গঠিত ও পরিচালিত। শিশুরা নিজেরাই শিশুদের জন্য কাজ করার জন্য এটি তৈরি হয়েছে। তিনি আরো বলেন “স্বপ্ন শিশু-Dream Child” অতিদ্রুত শিশুদের জন্য অনলাইনে একটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।যাতে শিশুরা অনলাইনে ভালো কাজের সাথে যুক্ত থাকতে পারে এই করোনার সময়।তিনি বলেন “স্বপ্ন শিশু-Dream Child” এর সাথে যেকোনো শিশুই যুক্ত হতে পারবে।
গত শুক্রবার (১০জুলাই ২০২০) অনলাইন ভার্চুয়ালে সকলের মতামতের ভিত্তিতে দহেন বিকাশ ত্রিপুরাকে উপদেষ্টা, শচীন দাশ (খাগড়াছড়ি) কে- প্রতিষ্ঠাতা ও সভাপতি, সিমান্ত সাহা (নরসিংদী জেলা) কে- সহ সভাপতি, মাইশা আফরিন (বরগুনা জেলা) কে- সাধারণ সম্পাদক, সৈয়দ আবুল হাসনাত জিসান (চট্টগ্রাম) কে সাংগঠনিক সম্পাদক, রায়হান খান (খাগড়াছড়ি পার্বত্য জেলা) কে- দপ্তর সম্পাদক, আল শাহারিয়ার হাসান রিয়াদ (বগুড়া জেলা)কে- হেড অফ আইটি, জান্নাতুল মাওয়া (খাগড়াছড়ি পার্বত্য জেলা)
ও নিশি আক্তার (খাগড়াছড়ি পার্বত্য জেলা) দুইজনকে সদস্য করে কমিটিতে একজন উপদেষ্টা ও আট জন সদস্য বিশিষ্ট শিশুদের জন্য “স্বপ্ন শিশু-Dream Child” গঠন করা হয়েছে।