মহামারী কোভিড-১৯ কে প্রতিরোধ করি,নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।
আজ শনিবার (১১ই জুলাই) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে রংপুর জেলা পরিষদ হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক ও যুগ্নসচিব মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.আমিন আহমেদ খান,জেলা প্রশাসক আসিব আহসান,সিভিল সার্জন ডা.হিরম্ব কুমার রায়,রংপুর পরিবার পরিকল্পনা পরিচালক ডা.সাইদুল ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি সহ অনেকে।এসময় উপস্থিত বক্তারা বলেন,বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এ পুরোবিশ্ব এখন বিপর্যস্ত।
এই মুহুর্তে করোনা সংকট মোকাবেলা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।এখানে যারা ভালো কাজ করে সম্মাননা পাচ্ছেন তারা যেন আরো উদ্যমী হয়ে তাদের কাজ চালিয়ে যান।