1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

পরকীয়ার জেরে মেয়েকে হত্যা, দুই বছর পর মায়ের প্রেমিক গ্রেফতার

  • সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৪৩

গাজীপুরে পরকীয়ার জেরে ৯ মাস বয়সী মেয়েকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে দেন মা। এ ঘটনার পুলিশ মাকে আটক করলেও তার প্রেমিক পলাতক ছিলেন।বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া থেকে মো. ইব্রাহিম নামে সেই প্রেমিককে গ্রেফতার করেছে পিবিআই।

গ্রেফতার মো. ইব্রাহিম নোয়াখালীর সুধারাম থানার দুর্গানগরের আব্দুর রশিদের ছেলে।শুক্রবার বিকেলে গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক রুহুল আমিন জানান, ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর জয়দেবপুরের কুনিয়া মধ্যপাড়ার আমেনা বেগমের ৯ মাস বয়সী মেয়ে মার্জিয়ার মরদেহ বাড়ির পাশের ডোবায় পাওয়া যায়।

এ ঘটনায় মামলা হয়। তদন্ত শেষে পুলিশ প্রেমিক ইব্রাহিমকে অব্যাহতি দিয়ে আমেনা বেগমকে গ্রেফতার করে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত অভিযোগপত্র গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য পিবিআই গাজীপুরকে নির্দেশ দেয়।পিবিআই কর্মকর্তা আরো জানান, দীর্ঘ তদন্তের পর আসামি আমেনা বেগমের প্রেমিক ইব্রাহিমকে বৃহস্পতিবার তেজগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে।

ওইদিন আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।জবানবন্দিতে ইব্রাহিম জানান, ২০১৮ সালের আগস্টে আমেনা বেগমের সঙ্গে প্রেমের পর শিশু মার্জিয়াসহ তাকে নিয়ে ময়মনসিংহের তারাকান্দা থানার পোঙ্গাইল গ্রাম থেকে পালিয়ে আসেন।

এরপর জয়দেবপুরের কুনিয়াতে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন। ঘটনার দিন সকালে ইব্রাহিম আমেনাকে বলেন, ‘তোমার মেয়ের একটা ব্যবস্থা কর, তা না হলে বিয়ে করতে অসুবিধা হবে’।

এরপর দুইজনে পরামর্শ করে ৯ মাসের শিশু মার্জিয়াকে শ্বাসরোধে হত্যা করে পাশের কচুরিপানার ডোবায় ফেলে দেন। ওই সময় আশপাশের লোকজন দেখে ফেলায় আমেনাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ইব্রাহিম তখন পালিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪