আগামী ৩১ মে এসএসসির ফলাফল প্রকাশ করা হবে। ওই দিন যাদের ফলাফল খারাপ হবে তাদের ফলাফল বদলানো যাবে। এজন্য আমাকে ফেসবুকের ইনবক্সে এসএমএস দিও। আমি চেষ্টা করব।’
পরীক্ষার ফলাফল বদলানোর প্রলোভন দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন স্টাটাস দিতেন ঝিনাইদহের শৈলকুপার মনিরুজ্জামান (২৪)।
এরপর তার এই প্রলোভনে পড়ে অনেকে টাকাও পাঠাতেন। কিন্তু শেষে তিনি ওই ব্যক্তিকে ফেসবুকে ব্লক করে দিতেন। ভুক্তভোগীরা প্রতারক মনিরুজ্জামানকে আর খুঁজে পেত না। এভাবেই গত তিন মাস থেকে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করছিল।
অবশেষে সেই প্রতারক মনিরুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সিআইডি। বৃহস্পতিবার মনিরুজ্জামানকে শৈলকুপার গোলকনগর গ্রাম থেকে আটক করা হয়। তার বাবার নাম জামাল বিশ্বাস। তিনি ঝিনাইদহের পলিটেকনিক কলেজ থেকে পড়াশুনা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ রহমান জানান, গত তিন মাস থেকে ছেলেটি এমন প্রতারণা করে আসছিল। তাদের কাছে অভিযোগ যাওয়ার পর মাঠে নামেন সিআইডির সাইবার ইউনিটের টিমের সদস্যরা। তারা অভিযোগের সত্যতাও পান।
এরপর তাকে তার গ্রামের বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা দুটি ফোন, একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মনিরুজ্জামান স্বীকার করেছেন তিনি গত তিন মাসে বিভিন্ন জনকে পরীক্ষার ফলাফল পরিবর্তন করে দেয়ার প্রলোভন দেখিয়ে ২০ হাজার টাকা নিয়েছেন।
এছাড়াও আরও কতজনের কাছ থেকে এ টাকা নিয়েছেন তা এখনো জানাননি। তবে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।