বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার শুরুর তারিখের ক্রমানুসারে সম্প্রচারের সরকারী নির্দেশনা অনুসরণে ব্যর্থ হওয়ায় দু’টি প্রতিষ্ঠানকে পৃথক ২টি মামলায় ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ অনুসারে জরিমানা করা হয়েছে। ক্যাবল নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটর দু’টি প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপের নেশনওয়াইড মিডিয়া লিমিটেড ও মোহাম্মদী গ্রুপের জাদু ভিশন লিমিটেডকে মঙ্গলবার ৭ জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধিনে পরিচালিত অভিযানে নিয়মভঙ্গের দায়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উল্লেখ্য, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর সাথে আলোচনাক্রমে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্যাবল নেটওয়ার্কে প্রথমে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এবং এরপর বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো তাদের সম্প্রচার শুরুর তারিখের ক্রমানুসারে সম্প্রচারের নিয়ম। পূর্বে নেটওয়ার্ক অপারেটররা তাদের মর্জি মাফিক চ্যানেলগুলোর ক্রম ঠিক করতো এবং প্রথমদিকে স্থান পাবার জন্য, এমনকি কোনো এলাকায় টিভি চ্যানেল যাতে দেখা যায় সেজন্যও অসুস্থ প্রতিযোগিতার নানা অভিযোগ ছিল। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশে প্রত্যেক জেলায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এটিকে নিয়মের মধ্যে আনা হয়।
এ বিষয়টি তদারকের জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান অব্যাহত রয়েছে।বর্তমান নির্দেশনা মোতাবেক সম্প্রচার শুরুর তারিখ অনুসারে পূর্ণ সম্প্রচারে থাকা ৩০টি বেসরকারি টেলিভিশন চ্যানেল ক্যাবল নেটওয়ার্কে প্রদর্শনের ক্রমবিন্যাসটি নিম্নরূপ : ০১. এটিএন বাংলা- ১৫-০৭-১৯৯৭ ০২. চ্যানেল আই- ০১-১০-১৯৯৯ ০৩. ইটিভি- ১৪-০৪-২০০০ ০৪. এনটিভি- ০৩-০৭-২০০৩ ০৫. আরটিভি- ২৬-১২-২০০৫ ০৬. বৈশাখী টিভি- ২৭-১২-২০০৫ ০৭. বাংলাভিশন টিভি- ৩১-০৩-২০০৬ ০৮. দেশ টিভি- ২৬-০৩-২০০৯ ০৯. মাই টিভি- ১৫-০৪-২০১০ ১০.
এটিএন নিউজ- ০৭-০৬-২০১০ ১১. মোহনা টিভি- ১১-১১-২০১০ ১২. বিজয় টিভি- ২০-১২-২০১০ ১৩. সময় টিভি- ১৭-০৪-২০১১ ১৪. ইন্ডিপেনডেন্ট টিভি- ২৭-০৭-২০১১ ১৫. মাছরাঙ্গা টিভি- ৩০-০৭-২০১১ ১৬. চ্যানেল ৯- ৩০-০১-২০১২১৭. চ্যানেল ২৪- ২৪-০৫-২০১২১৮. গাজী টিভি- ১২-০৬-২০১২১৯. চ্যানেল ৭১- ২১-০৬-২০১২২০. এশিয়ান টিভি- ১৮-০১-২০১৩২১. এসএ টিভি- ১৯-০১-২০১৩২২.
গানবাংলা টিভি- ১৬-১২-২০১৩২৩. যমুনা টিভি – ০৫-০৪-২০১৪২৪. দীপ্ত টিভি- ১২-১২-২০১৫২৫. ডিবিসি নিউজ- ২১-০৯-২০১৬২৬. নিউজ ২৪- ২৮-০৭-২০১৬২৭. বাংলা টিভি – ১৯-০৫-২০১৭২৮. দুরন্ত টিভি- ১৫-১০-২০১৭২৯. নাগরিক টিভি- ০১-০৩-২০১৮৩০. আনন্দ টিভি- ০৩-১১-২০১৮