পাবনা সদরের বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন পন্য সামগ্রী বিক্রয় ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ৮ জুলাই জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সদয় সার্বিক নির্দেশনায় পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম এঁর নেতৃত্বে সদর উপজেলার মালঞ্চিবাজার ও সিংগা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করা ইত্যাদি অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী সর্বমোট ১৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ মাহমুদ আলম ও পাবনা পুলিশ লাইনের একটি চৌকস টিম।
জনস্বার্থে বাজার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।