করোনা টেস্ট ফি বাতিল, স্বাস্থ্যখাতে দূর্নিতি, ও সীমান্তে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দ। আজ ৪ জুলাই শনিবার বরিশালের সদর রোডস্থ টাউন হল সম্মুখে মানববন্ধন করেছে সংগঠনটির বরিশাল মহানগরের নেতৃবৃন্দ।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের বরিশাল মহানগরের ছাত্র ও যুব বিষয়ক মুফতি নাসির উদ্দীন নাইস বলেন,আজকে সরকার করোনা পরিক্ষার জন্য ২ শত থেকে ৫ শত টাকা নির্ধারন করেছে, মহামারির কারনে যেখানে মানুষ ধীরে ধীরে দারিদ্র সীমার নিচে যাচ্ছে। এমন সময় সরকারের এই সিদ্ধান্ত গনমানুষের চিকিৎসা অধিকার হনন করার করার নামান্তর স্বরুপ। তাই দেশের সংবিধান ও জনবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে করোনা টেস্ট উন্মুক্ত করার দাবি জানায়।
তিনি আরো বলেন, ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ১ মাসের খাবার বিল ২০ কোটি টাকার রিপোর্টই বলে দেয় বর্তমান সময়ে চিকিৎসাখাতে দূর্নিতির মহা উৎসব চলছে। তাই অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের জোড় দাবি জানায়।
নগর সহ- সভাপতি মুহাম্মাদ সালমান ফারাসি বলেন, সীমান্তে ভারতের বি এস এফ প্রতিদিন আমাদের দেশের নাগরিকদের পাখির মত গুলি করে মারছে। কিন্তু দেশের পররাষ্ট্রমন্ত্রী এবিষয়ে ভারতের কাছে বিচার চাইছেনা। তাই দ্রুত সময়ের মধ্যে সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে।ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ- সভাপতি মুহাম্মাদ সালমান ফারসি, নগর সাধারন সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম,সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবদুল্লাহ মামুন,প্রশিক্ষন সম্পাদক জাহিদুল ইসলাম,বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পাদক তানভীর হোসেন সহ নেতৃবৃন্দ।