1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

আমাকে আগে যেমনটা দেখেছেনে, এখানেও ঠিক তেমনটাই দেখতে পাবেন- সারওয়ার আলম

  • সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৯
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

জেলা প্রতিনিধি –

সিলেটের পরিবেশকে প্রাধান্য দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আপনারা সহযোগিতা করলে আমাকে আগে যেমন দেখেছেনে, এখানেও ঠিক তেমনই দেখতে পাবেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখানকার বেশ কয়েকটা বিষয়ের মধ্যে প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য এই কয়েকটা কাজে আমার বিশেষ মনোযোগ থাকবে। সরকার আমাকে যে বিশ্বাস নিয়ে এ দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে এ জেলার মানুষের জন্য কাজ করতে।

সারওয়ার আলম বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা। এখানে পরিবেশকে ঠিক রেখে উন্নয়ন কাজ হবে। প্রকৃতি কন্যা যেনো প্রকৃতি কন্যার মতোই থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা পরিবেশের ক্ষতি যেনো না হয়।

তিনি  আরও বলেন, ‘আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা চাই। আশা করছি আমার এখানকার সময়টা ভালো যাবো।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪