নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকল দৃষ্টি প্রতিবন্ধী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো: আইয়ুব আলী হাওলাদার।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সংস্থার সংশ্লিষ্ট সবাইকেসহ সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি অভিনন্দন জানান।
তিনি বলেন, শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আযহা। আসুন আমরা সকলে পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখি কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখি, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।
এছাড়াও রাজধানী ছেড়ে গ্রামের উদ্দেশ্যে যান চলাচলে রওনা হওয়া সকল দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নিরাপত্তাসহ যাত্রা পথে মহাসড়ক সমূহে বিশেষ সুবিধা রাখতে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি।
মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের সবাইকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করুক। পিতা হযরত ইব্রাহিম (আ.) ও পুত্র ইসমাঈল (আ.) এর মহান ত্যাগ মুসলিম উম্মাহর জন্য নিদর্শন স্বরূপ। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আঃ) স্থাপন করে গেছেন তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুস্মরণীয় হয়ে থাকবে। পবিত্র ঈদুল আযহা’য় সামর্থ্যবান মুসলিমগণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করুন সেইসাথে প্রতিবেশী আত্মীয়-স্বজনসহ সবার মাঝে সেই আনন্দ ভাগাভাগি করে নিন। মহান আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। সবাইকে ‘ঈদ মোবারক’।
ত্যাগ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকল দৃষ্টি প্রতিবন্ধী ও দেশবাসীর পবিত্র ঈদুল আযহা উদযাপনে সন্তুষ্টিই জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রত্যাশা ও স্বার্থকতা। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলের জন্য জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা।
এদিকে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার আওতাধীন সাভারের এনএফভিআই শপিং কমপ্লেক্সের ইনচার্জ আব্দুর রহিম জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।সোহেল রানা সাভার, ঢাকা।
বা বু ম/ সোহেল রানা