নিজস্ব প্রতিবেদক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ তিনটি রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। অন্যদিকে, বেসরকারি বিমান সংস্থাগুলো স্বাভাবিক ফ্লাইট অব্যাহত রেখেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা রওশন কবীর আমার দেশকে জানান, ঢাকা-রাজশাহী-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে অতিরিক্ত ফ্লাইট চালু করা হয়েছে। রাজশাহী রুটে ২, ৫ ও ৭ জুন অতিরিক্ত ফ্লাইট রয়েছে। এর মধ্যে ২ তারিখের ফ্লাইট ইতোমধ্যে পরিচালিত হয়েছে, বাকি দুটি নির্ধারিত সময় অনুযায়ী চলবে। সৈয়দপুর রুটে ২, ৪ ও ৬ জুন অতিরিক্ত ফ্লাইট রয়েছে। এ ছাড়া ঈদের পর ৯ জুন কক্সবাজার রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, এখনও টিকিট পাওয়া যাচ্ছে এবং টিকিটের মূল্য বাড়ানো হয়নি। ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, হটলাইন, বিকাশ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট কাটলে যাত্রীরা ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘আমরা আগের মতোই স্বাভাবিক ফ্লাইট পরিচালনা করছি। এবারের ঈদে যাত্রী কিছুটা কম। কারণ, স্কুল-কলেজ আগেভাগে বন্ধ হয়ে গেছে এবং সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাও উন্নত হয়েছে, ফলে অনেকেই বিকল্প পথে যাত্রা করছেন।’ তিনি জানান, টিকিটের দাম ও প্রাপ্যতাও পূর্বের মতোই রয়েছে।
নভোএয়ারের সেলস ও মার্কেটিং বিভাগের প্রধান মেসবাউল হকও জানান, তাদের ফ্লাইটের সংখ্যা অপরিবর্তিত রয়েছে এবং সব ফ্লাইট পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চলবে।