নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষে স্ত্রী এবং বাড়ির অদূরে তামাক পোড়ানোর ঘরে থেকে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া পশ্চিম পাড়া গ্রামের অজল ফকিরের ছেলে রাইসুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ফাতেমা খাতুনের (৩২) লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
রাইসুলের ছেলে সম্রাট (১৭) জানায়, রোববার রাত ৯টায় খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে ঘুম থেকে উঠে সম্রাট তার মায়ের ঘরে গিয়ে দেখেন তিনি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন। পরে সম্রাট বাবাকে খুঁজতে গিয়ে দেখেন বাড়ি থেকে ১০০ গজ দূরে তামাক পোড়ানোর ঘরে গলায় রশি দিয়ে ঝুলে আছেন তিনি।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করেন। স্থানীয়রা জানায়, রাইসুল প্রায় ৮-৯ লাখ টাকা ঋণগ্রস্ত ছিল।
লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।