1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে রবীন্দ্রনাথ ও শেক্সপিয়ারের জন্মবার্ষিকী উদযাপিত

  • সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১৭

ডেস্ক রিপোর্ট –

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইংরেজি বিভাগের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও উইলিয়াম শেক্সপিয়ারের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল)  বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে “টুইন টাইটানস অব লিটারেচার’ শীর্ষক একটি সেমিনারের মাধ্যমে বিশ্বসাহিত্যের দুই মহান ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর ও উইলিয়াম শেক্সপিয়ারের জন্মবার্ষিকী উদযাপিত হয়।

সেমিনারে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সায়মা আরজু “প্রান্তিক কন্ঠস্বরের বয়ান: রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যধর্মী কবিতায় শ্রেণী ও লিঙ্গের সম্পর্ক এবং সংঘাত” শীর্ষক প্রবন্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা আহমেদ “সেলিব্রেটিং সেক্সপিয়ার টুডে” শীর্ষক একটি প্রাঞ্জল ও চিন্তাশীল বক্তব্য উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মনিরুজ্জামান, উপ- উপাচার্য ড. মো. ইউনুছ মিয়া, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হাসান  এবং রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল মতিন উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে উপাচার্য ড. মনিরুজ্জামান বিভাগের আয়োজিত একটি মেলার উদ্বোধন করেন, যেখানে বই, হস্তশিল্প, গয়না ও ঐতিহ্যবাহী খাবারের স্টল স্থান পায়। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের তৈরি একটি ওয়াল ম্যাগাজিনও উন্মোচন করেন।

শেক্সপিয়ারের “ম্যাকবেথ” এবং রবীন্দ্রনাথ ঠাকুরের “নৌকাডুবি” উপন্যাসের চলচ্চিত্র রূপান্তরের প্রদর্শনের মাধ্যমে  অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪