পেরুতে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বৃহস্পতিবার ১০ হাজার ছাড়িয়ে গেছে। দেশের মুখ থুবড়ে পড়া অর্থনীতির চাকা সচল করার লক্ষ্যে সরকার দেশব্যাপী লকডাউন শিথিল করা শুরুর একদিন পর এ সংখ্যা ১০ হাজার ছাড়ালো। স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় পেরুতে করোনাভাইরাসে নতুন করে ১৮৫ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১০ হাজার ৪৫ জনে দাঁড়ালো। এদিকে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ২ লাখ ৯২ হাজার ৪ জনে দাঁড়িয়েছে।