করোনা সংকটের কারণে ফ্রান্সের স্থগিত হওয়া দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন এক বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক। অংশগ্রহণ করেন আরও বেশ কয়েকজন। বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন নির্বাচিত কাউন্সিলর।
করোনার কারণে ফ্রান্সে স্থগিত হওয়া দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন সম্পন্ন। প্রথমধাপের মতো দ্বিতীয়ধাপেও প্রাবাসীরা অনেকে এই নির্বাচনে অংশগ্রহণ করেন। আর নির্বাচনে অংশগ্রহণে বাংলাদেশিদের মধ্যে প্যানেল নির্বাচিত হলেও একজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।