1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

সাভারের আশুলিয়ায় বজ্রপাতে গ্যাস পাইপ লিকেজে আগুন

  • সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৪৩

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় বজ্রপাত থেকে গ্যাস পাইপ লিকেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় কন্ট্রিনারে গোডাউনে রাখা বেশকিছু ইলেকট্রনিক্স এর পণ্য পুড়ে যায়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। এর আগে বুধবার রাত সোয়া ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে সিক্স স্টার ইলেকট্রনিক্স ও এন্ড ফার্নিচারের সামনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কন্ট্রিনারের গোডাউনে রাখা ইলেকট্রনিক্স পণ্যের মালিক সিক্স স্টার ইলেকট্রনিক্স ও এন্ড ফার্নিচার বলে জানা যায়।

এ ব্যাপারে সিক্স স্টার ইলেকট্রনিক্স ও এন্ড ফার্নিচারের মালিক মোঃ মসরতুল্লাহ্ বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনাস্থলে এসে দেখি কন্ট্রিনারের গোডাউনে রাখা এলইডি টিভি, সিআরটি টিভি, ফ্যান, রাইস কুকার ও ব্লেন্ডারসহ আরও বেশ কিছু ধরনের প্রায় সাড়ে ৬ লাখ টাকার ইলেকট্রনিক্স এর পণ্য পুড়ে গেছে।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দের ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কি পরিমাণ ক্ষয় ক্ষতির হয়েছে তা জানা যায়নি।

তিনি আরো বলেন, বজ্রপাতে গ্যাস পাইপ লিকেজে আগুন লাগে। পরে তা আশে পাশে ছড়িয়ে যায়। গ্যাসের চাপ থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে খুব বেগ পেতে হয়। আশে পাশের এলাকায় এ ধরনের গ্যাস পাইপ লিকেজে আগুনের ঘটনা প্রতিনিয়ত ঘটে বলেও জানান ডিইপিজেড ফায়ার সার্ভিসের এই অফিসার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪