মোঃ শামসুর রহমান তালুকদার-
দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায়,দুদিন বন্ধ থাকার পর টাঙ্গাইল সদর থানার কার্যক্রম চালু করা হয়েছে।
আজ বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদস্যদের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে জেলা প্রশাসন, রাজনীতিবিদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে থানার গেট খুলে দেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার গোলাম সবুর ।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম জহিরুল হায়াত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান-বিন-মুহাম্মাদ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নুর তুষার, ইফফাত রাইসা নূহা, লুৎফুন নাহার তৃপ্তি, মনিরুল ইসলাম প্রমুখ।
টাঙ্গাইল জেলার পুলিশ সুপার গোলাম সবুর বলেন, সারা দেশে যে সমস্ত থানায় কার্যক্রম বন্ধ ছিল, সে সমস্ত থানা খুলে দ্রুত কার্যক্রম শুরু করার জন্য নবনিযুক্ত আইজিপি স্যারের নির্দেশনা ছিল।
সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য সবার সহযোগিতায় টাঙ্গাইল সদর থানা খুলে দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে।
উল্লেখ্য,গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সারা দেশে সহিংসতা শুরু হলে সার্বিক অবস্থা বিবেচনা করে সারা দেশের পাশাপাশি টাঙ্গাইল সদর থানার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।