শামসুর রহমান তালুকদার-
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারি চাকরিতে কোট সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে টাঙ্গাইলে গণমিছিল কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (০২ আগস্ট) জুম্মার নামাজের পর প্রথমে শহরের ডিসট্রিক্ট হেলিপ্যাডে জমায়েত হয় আন্দোলনকারীরা।
পরবর্তীতে গণমিছিল নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ। পরে আবারও বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গিয়ে সড়ক অবরোধ করে।
এসময় সড়কটিতে সকল প্রকারের যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এসময় পুরো শহরে উত্তেজনা বিরাজ করছে।এর ফলে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।