মোঃ শামসুর রহমান তালুকদার
টাঙ্গাইলে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ বুধবার (৩১ জুলাই) দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণের পাশে হেলিপ্যাডে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় তারা পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মাঝে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে কোর্ট এরিয়া এবং শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করেন।
এ কর্মসূচিতে শহরের সরকারি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর কাছে ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি হস্তান্তর করেছেন।
এসময়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের ৯ দফা দাবি অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করলাম, আমাদের দাবি মানতে হবে। আমাদের যে ভাইদের হত্যা করা হয়েছে তাদের হত্যারকারীদের বিচার করতে হবে। আমরা রাজপথে ছিলাম, আছি।’
অপরদিকে শহরের নিরালামোড়ে সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হয়।এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা প্রমূখ।