ডেস্ক রিপোর্ট-
ঢাকা-বান্দুরা সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪ জন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম
আজ শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ-নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার খারশুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশার যাত্রী শেখ আব্দুর রহমান ও মোহাম্মদ শাহীন মিয়া। তাদের বাড়ি ঢাকা জেলার দোহারে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবাবগঞ্জের বান্দুরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নবকলি পরিবহন বাসটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদিখান উপজেলার খারশুর তালতলা এলাকায় নবাবগঞ্জগামী একটি অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা দুজন গুরুতর আহতসহ ৬ জন আহত হন।
তাদের উদ্ধার করে ঘটনাস্থলের পাশে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি মুজাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পাশে থাকায় আহতদের সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ রয়েছে নবাবগঞ্জ হাসপাতালে।