স্টাফ রিপোর্টার-
কক্সবাজারের উখিয়া পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে ৮ ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
উখিয়া ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো আমির জাফর জানান, গতকাল মঙ্গলবার থেকে কক্সবাজার উখিয়া ও টেকনাফ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। আজ বুধবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর কয়েকটি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে রোহিঙ্গাদের বেশ কয়েকটি ঘর মাটি চাপা পড়ে যায়।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, এপিবিএন পুলিশসহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে। পাহাড় ধসে ১০ নম্বর ক্যাম্পের সি ৩ ব্লকে চারজন, ৯ নম্বর ক্যাম্পের আই ব্লকে দুইজন, ৮ নম্বর ক্যাম্পে দুইজন রোহিঙ্গা মারা যায়। এ ছাড়া ১৪ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পাহাড়ধসে এক স্শিসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর পরই পাহাড়ে বসবাসরত সব মানুষদের নিরাপদস্থানে সরিয়ে আনা হচ্ছে, মাইকিং সচেতন করে করা হচ্ছে।