1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে বিলম্ব হলে সমস্যা বাড়বে-বিএনপির মহাসচিব ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৫০ জনের প্রাণহানি ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়-প্রধান উপদেষ্ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই ডেসকো’র অংশীজন সভা অনুষ্ঠিত বিগত ৩ নির্বাচনে কারচুপির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কমিশন শাস্তির সুপারিশ করবে-বদিউল আলম সচিবালয়ে অগ্নিকাণ্ডে সরকারের বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয়-বিএনপি মহাসচিব ‘পিলখানা হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের দেশে ফেরাতে উদ্যোগ গ্রহণ করা হবে- এ এল এম ফজলুর রহমান সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন জাহাজে ৭ খুনের রহস্য উদঘাটন

সংসদে লতিফ সিদ্দিকীর পর এবার উপজেলায় আজাদ সিদ্দিকী

  • সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১১১

টাঙ্গাইল প্রতিনিধি-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতী (টাঙ্গাইল -৪) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী।


এবারের কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁরই ছোট ভাই আজাদ সিদ্দিকী বিজয়ী হয়েছেন। এ উপজেলায় দুই ভাই আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীদের পরাজিত করে বিজয়ী হয়েছেন।

এ বিজয়ে কালিহাতী উপজেলায় সিদ্দিকী পরিবারের অনুসারীরা উজ্জীবিত। আগামীতে শুধু এই এলাকা নয়, টাঙ্গাইল জেলার রাজনীতিতেও এর বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তাঁদের অনুসারীরা। তবে কালিহাতীর আওয়ামী লীগ নেতারা মনে করছেন, দলীয় কোন্দল আর সমন্বয়হীনতার কারণে এমন পরাজয়। কালিহাতী উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, সিদ্দিকী পরিবারের বড় সন্তান আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর স্ত্রী লায়লা সিদ্দিকী একবার স্বতন্ত্র প্রার্থী থেকেও সাংসদ হয়েছেন। কালিহাতীর আওয়ামী লীগ পুরোপুরি লতিফ সিদ্দিকীর হাতে গড়া।

২০০৮ সালের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব লাভ করেন। ২০১৪ সালে হজ ও তাবলিগ জামাত নিয়ে নেতিবাচক মন্তব্য করায় তাঁকে দল থেকে বহিষ্কার ও মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন। এরপর উপনির্বাচনে হাসান ইমাম খান দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তখন থেকে লতিফ সিদ্দিকী কালিহাতীর রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। সেই সাথে বেকায়দায় পড়েন তাঁর অনুসারীরা।

গত বছরের সেপ্টেম্বর থেকে লতিফ সিদ্দিকী আবার কালিহাতীতে নিজের অনুসারীদের সংগঠিত করার উদ্দেশ্যে যাতায়াত শুরু করেন এবং নিজেকে ও তার আসন ফিরে পেতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হন এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

স্বতন্ত্র প্রার্থী হলেও তাঁর অনুসারী আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী লতিফ সিদ্দিকীর পক্ষে অবস্থান নেন। এবার কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে লতিফ সিদ্দিকীর ছোট ভাই এস এ এম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী চেয়ারম্যান পদে প্রার্থী হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।

বিজয়ী হয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এ এম সিদ্দিকী জানান, কালিহাতীর মানুষ সিদ্দিকী পরিবারকে ভালোবাসে। তাঁরাও কালিহাতীর মানুষকে তাঁদের পরিবার মনে করেন। তাঁদের পরিবারের মুক্তিযুদ্ধে অনেক অবদান রয়েছে। তাঁরা বঙ্গবন্ধুর স্নেহ পেয়েছেন। তাঁরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বাইরের কেউ নন। মানুষ ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছেন। সবাইকে নিয়ে তিনি কালিহাতীর উন্নয়নে কাজ করবেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার বলেন, ‘কালিহাতী আওয়ামী লীগের কিছু নেতার বেইমানির কারণে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা হেরেছে। সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনে পরাজয়ের কারণে আমরা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা দলকে ঐক্যবদ্ধ করে যেকোনো অন্যায়–অবিচার হলে তার মোকাবিলা করব।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪