আজ পহেলা জুলাই বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ জন।এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৫০জন। তবে ইতিমধ্যে ৬৭জন সুস্থও হয়েছেন ।
মৃত্যু হয়েছে ২ জনের।উপজেলার করোনায় আক্রান্ত ১৩ জনের এলাকাগুলি হলোউপজেলার বীরগাঁও গ্রামে ১জন কাজল্লা গ্রামে ১জনইব্রাহিমপুর গ্রামে১জনচরলাপাং গ্রামে১ জনপৌর সদরের পশ্চিম পাড়া১ জনপৌর সদরের আলিয়াবাদ গ্রামে১, জনপৌর সদরের টি এন্ড টি পাড়া ১ জনপৌর সদরের হাসপাতাল পাড়ায় ১জন পৌর সদরের কলেজ পাড়ায় ১ জনপৌর সদরের মাঝিকারা১ জনপৌর সদরের মধ্যপাড়ায় ১জনগাংগেরকোট ( মুরাদনগর উপজেলায়১ জন ) নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী সহ মোট ১৩ জন।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন জানান, অনেকেই করোনার এই মহামারিকে পাত্তা দিচ্ছেন না। কিন্ত যারা নিজের পরিবারের সদস্যদের হারাচ্ছেন শুধুমাত্র তারাই জানেন করোনা কতোটা ভয়াবহ রোগ।তাই যথাসম্ভব বাসায় থাকুন, নাকে মাস্ক পরুন, হাঁচি কাশির শিষ্টাচার মানুন, ভীড় পরিহার করুন।