টাঙ্গাইল প্রতিনিধি-
টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে ”কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাসপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় বিষয়ক” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ২মে বৃহস্পতিবার সকালে উক্ত প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান।
উপাধ্যক্ষ খ. ম. রওশন হাবিবের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর লাইফ লং লার্নিং, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস ডাইরেক্টর প্রফেসর সৈয়দ আব্দুল আজিজ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল প্রকৌশলী মামুনুল ইসলাম।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন চীফ ইনস্ট্রাক্টর ও ইলেকট্রনিক্স টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী আব্দুর রহিম।
উক্ত,সেমিনারে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার মাধ্যমিক স্কুলের ৮৮জন প্রধান শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণসহ মোট ৯৭ জন অংশগ্রহণ করেন।