1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

মে দিবসে উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত

  • সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৯৯

টাঙ্গাইল প্রতিনিধি-

মহান মে দিবস উপলক্ষে আজ বুধবার (১ মে) টাঙ্গাইলে পাল্টাপাল্টি কর্মসূচির আহ্বান করেন আওয়ামী লীগের দুই গ্রুপ। দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগে বিভক্তির জেরে এই পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।
প্রথমে,উভয়পক্ষ টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু জেলা প্রশাসন উভয়পক্ষকে পৌর উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি দেননি।
এদিকে আওয়ামী লীগের দুই গ্রুপ ‘পৃথক দুটি ব্যানারে’ বুধবার (১ মে) মে দিবস পালন করে। এক পক্ষ বিগত জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ‘নৌকা’ প্রতীকের সমর্থকরা জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে। অপরদিকে রয়েছে ‘ঈগল’ প্রতীকের সমর্থকরা টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে।

উল্লেখ্য,চলতি মাসের (১৮ এপ্রিল) ঈগল প্রতীকের সমর্থকেরা টাঙ্গাইলের সচেতন নাগরিক সমাজের ব্যানারে সমাবেশ আহ্বান করেছিলেন। তাঁদের দাবি ছিল, ধর্ষণ মামলার আসামী শহর আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে সদ্য অব্যাহতি প্রাপ্ত গোলাম কিবরিয়া বড় মনিকে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের।

অপরদিকে, জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে একই দিন একই সময় শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছিল। তাদের দাবি ছিল, একটি কুচক্রী মহল বিভিন্ন শ্রমিক সংগঠনে অবৈধ হস্তক্ষেপ করার চেষ্টা করছে। তারা শ্রমিকদের নানাভাবে অত্যাচার, নির্যাতন করছে। এর প্রতিবাদে সমাবেশের আহ্বান করা হয়েছিল। কিন্তু, পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার আশঙ্কায় জেলা প্রশাসন কাউকে পৌর উদ্যানে সমাবেশ করতে দেননি।

চলতি মাসের (১৭ এপ্রিল) রাতে পৌরসভার সামনে ও শহীদ স্মৃতি পৌর উদ্যানে কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল। ককটেল বিস্ফোরণের পর থেকে পুরো শহরে আতঙ্ক বিরাজ করে। এসব কারণে মহান মে দিবসে আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশ কথার শুনার পর শহরে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছিলো।তবে, দুই গ্রুপের ডাকা কর্মসূচি সফলভাবে পালিত হয়।
জানা যায়, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে পৌর শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। এখানে বিগত নৌকা প্রতীকের সমর্থকরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় এমপি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বিগত নির্বাচনে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী ডা. কামরুল ইসলাম খান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী এডভোকেট মামুনুর রশীদ মামুন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু। এছাড়াও জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্ববৃন্দরা উপস্থিত হন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ফেডারেশনের (ভারপ্রাপ্ত) সভাপতি বালা মিয়া। সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি।


অপরপক্ষ টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে মে দিবস উপলক্ষে সকাল ১০ টায় শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। এখানে বিগত নির্বাচনে ঈগল প্রতীকের সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য (স্বতন্ত্র) ছানোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল-৩ আসনের এমপি (স্বতন্ত্র) আমানুর রহমান খান রানা। পৌর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি হাছান ইমাম খান হোসেন হাজারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক ওয়াজির হাসান খান শরীফ হাজারী, পৌর শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উদয়লাল গৌড়সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪