1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বুধবার, ০১ মে ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য পাওনা বঞ্চিত করলে কাওকেই ছাড় দেয়া হবে না-প্রধানমন্ত্রী দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে জেলেরা অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে গণধর্ষনের মামলায় বাইশ বছর পলাতক ছিলেন তিনি পূর্ব শত্রুতার জের ধরেই খুন করা হয় টেকনাফের ব্যবসায়ী সাবের’কে!আটক ৬ গ্রেফতার এড়াতে নিজের শরীর ব্লেড দিয়ে কাটে হৃদয় বিপুল পরিমাণ মাদক সহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য জনকল্যাণ- রাষ্ট্রপতি উপজেলা পরিষদ নির্বাচনে সেনা মোতায়েনের কোনো সুযোগ নেই-ইসি আলমগীর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়াতে শিক্ষামন্ত্রীর চিঠি নিজ দেশের পথে এমভি আবদুল্লাহ

টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে ককটেল বিষ্ফোরণ, জনমনে আতঙ্ক

  • সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১০

টাঙ্গাইল প্রতিনিধি-

টাঙ্গাইল পৌরসভাসহ শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। ঘটনার পর থেকে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (১৭ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে টাঙ্গাইল পৌরসভার সামনে, পৌর উদ্যান, ছয়আনী পুকুরপাড়, আদালতপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড ও থানাপাড়া এলাকায় বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হয়।

ঘটনার পর পুলিশের মোটরসাইকেলের মোবাইল টিম শহরের বিভিন্ন পয়েন্টে টহল দেয়। এ ছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়।

এদিকে, বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরে জেলা আওয়ামী লীগের দুই গ্রুপের পক্ষ থেকে পৃথকভাবে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের একাংশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে ধর্ষণ মামলার আসামি শহর আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া গোলাম কিবরিয়া বড় মনিরকে গ্রেফতার ও বিচারের দাবিতে সমাবেশের ডাক দেয়।
অপরদিকে একই সময়ে আওয়ামী লীগের আরেক অংশ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামিদের বিচার দাবিতে সমাবেশের ডাক দেয়। এ দুই গ্রুপরে সমাবেশই টাঙ্গাইল পৌর উদ্যানে হওয়ার কথা রয়েছে।

তবে জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ পুলিশ পরিদর্শক হারেছ আলী বলেন, ‘বৃহস্পতিবার পৌর উদ্যানে কাউকে সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়নি।’

শহরের বাসিন্দারা জানান, রাতে শহরে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। মোটরসাইকেলযোগে দুষ্কৃতিকারীরা শহরের বিভিন্নস্থানে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশের কারণে এ ঘটনা ঘটতে পারে।

টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, ‘রাতে কে বা কারা এসব ঘটনা ঘটিয়েছে। পৌরসভার সামনে থেকে ককটেল সদৃশ দুইটি বিস্ফোরক পাওয়া গেছে। তদন্ত করা হচ্ছে। শহরে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪