স্টাফ রিপোর্টার-
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) মধ্যরাতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রবেশ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
আজ রবিবার দুপুর আড়াইটার দিকে কয়েকশ নেতাকর্মী নিয়ে বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার কিছুক্ষণ পর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ক্যাম্পাস ত্যাগ করেন। তবে ছাত্রলীগের অনেক নেতাকর্মী বুয়েটের শহীদ মিনারে ফুল দেন এবং ছবি তোলেন। তবে তারা কোনো স্লোগান দেননি।
এর আগে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ। সমাবেশ থেকে বুয়েটের ২১তম ব্যাচের পুরকৌশল বিভাগের ছাত্র ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলের বরাদ্দ করা সিট বাতিল ঘোষণার প্রতিবাদ জানায় ছাত্রলীগ।