1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

  • সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০২
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

আন্তর্জাতিক ডেস্ক-

ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করলে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলার সঙ্গে হিটলারের ইহুদি হত্যার কোনো পার্থক্য নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায় জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল।

২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।

গতকাল বুধবার আঙ্কারায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘তারা হিটলারকে নিয়ে বাজে মন্তব্য করতো। কিন্তু এখন তোমাদের সঙ্গে হিটলারের পার্থক্য কোথায়। নেতানিয়াহু যা করছে তা কি হিটলারের চেয়ে কোনো অংশে কম? একদমই না।’

এরদোয়ান বলেন, ‘হিটলারের চেয়ে নেতানিয়াহু ধনী। তিনি পশ্চিমাদের সমর্থন পান। যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের সহায়তা আসে। আর এই সহায়তা নিয়ে তারা কী করছেন? তারা ২০ হাজারেরও বেশি গাজাবাসীকে হত্যা করেছে।

এর আগেও নেতানিয়াহু ও ইসরায়েলের সমালোচনা করেছিলেন এরদোয়ান। তিনি বলেছিলেন, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং তাদের অসীম সমর্থন দেয় পশ্চিমারা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪