1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

ডিবি অফিসে তাপস ও  অপু বিশ্বাস

  • সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০
ডিবি অফিসে তাপস এবং অপু বিশ্বাস
ডিবি অফিসে তাপস এবং অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক-

বেশ ক’দিন ধরেই নেটদুনিয়ায় গানবাংলা টিভির কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নী, চিত্রনায়িকা অপু বিশ্বাস আর শবনম বুবলীকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সবশেষ অপু বিষয়টি নিয়ে কথা বলেন ফেসবুক লাইভে। অভিযোগের তির ও প্রশ্ন ছুড়ে দেন মুন্নী ও বুবলীর দিকে। বিষয়টি এখন আর সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, গড়িয়েছে আইনি পর্যায়ে।

চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে ঢাকা মেট্রপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) অভিযোগ দিয়েছেন গানবাংলা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। সেই অভিযোগের ভিত্তিতে অপুকে তলব করেছে ডিবি। আজ মঙ্গলবার দুপুরে একটি ঘনিষ্ঠ সূত্র খবরটি নিশ্চিত করেছে।

খবর অনুযায়ী, প্রতিবেদনটি লেখার মুহূর্তে ডিবি কার্যালয়ে অবস্থান করছেন অপু বিশ্বাস।

জানা গেছে, গেল রবিবার অপুর ভিডিওবার্তা প্রকাশের পরই ডিবি কার্যালয়ে অভিযোগ জানান তাপস। অভিযোগে বলেছেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। সেই অভিযোগের সূত্রেই অপুকে তলব করেছেন ডিবি হারুন অর রশীদ।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা মাধ্যমে আলোচনায় উঠে আসেন তাপস ও তার স্ত্রী মুন্নী, চিত্রনায়িকা শবনম বুবলী। ওদিন ফেসবুকে মুন্নী লেখেন, ‘তাপস এবং বুবলী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার (বুবলী) টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে।’

এ নিয়ে পরবর্তীতে সংবাদমাধ্যমে মুন্নী দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। পোস্টটি হ্যাকাররা করেছিলেন।

এর কয়েকদিন পরই নেটদুনিয়ায় মুন্নী ও অপুর একটি কথোপকথনের রেকর্ড ছড়িয়ে পড়ে। আর এই পুরো ঘটনাকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন শবনম বুবলী।

সম্প্রতি এক অনুষ্ঠানে মুন্নী সেই ফাঁস হওয়া অডিও রেকর্ডটি নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে তিনি অভিযোগ আনেন অপুর বিরুদ্ধে। এরপর ঘটনায় নতুন মোড় নেয় গত ১৭ ডিসেম্বর। এদিন দীর্ঘ এক ভিডিওবার্তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে তিনি অভিযোগের আঙুল মুন্নীর দিকেই তোলেন। আর বুবলীর প্রতি তার বিষোদগার তো ছিলোই।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪