1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

  • সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫
নিহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে আবু তাহের (৫৭) ও লক্ষ্মীপুর সদর উপজেলার কল্যাণপুর গ্রামের আবদুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহীম (৫২) এবং পূবাইলের খিলগাঁও (কলেজ গেট) এলাকার সোহরাব মিয়ার ছেলে অটোরিকশাচালক উজ্জ্বল হোসেন (২৮)।
নিহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে আবু তাহের (৫৭) ও লক্ষ্মীপুর সদর উপজেলার কল্যাণপুর গ্রামের আবদুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহীম (৫২) এবং পূবাইলের খিলগাঁও (কলেজ গেট) এলাকার সোহরাব মিয়ার ছেলে অটোরিকশাচালক উজ্জ্বল হোসেন (২৮)।

স্টাফ রিপোর্টার-

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় জন। রবিবার (১০ ডিসেম্বের) ভোর সাড়ে ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকা এবং শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১০টায় টঙ্গী-ঘোড়াশাল সড়কের তালটিয়া (জামান ফিলিং স্টেশন সংলগ্ন) এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে আবু তাহের (৫৭) ও লক্ষ্মীপুর সদর উপজেলার কল্যাণপুর গ্রামের আবদুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহীম (৫২) এবং পূবাইলের খিলগাঁও (কলেজ গেট) এলাকার সোহরাব মিয়ার ছেলে অটোরিকশাচালক উজ্জ্বল হোসেন (২৮)।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, নিহত ইব্রাহীম ও আবু তাহের তাদের তিন জন সহকর্মীসহ পাঁচ জন একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার মিরপুর এলাকায় যাচ্ছিলেন। গাইবান্ধা থেকে তারা গাড়ি নিয়ে রবিবার ভোর সাড়ে ৪টায় গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় তাদের গাড়িটি সড়কের বাঁ পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা অপর তিন জন আহত হন। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে চালক বাঁ পাশের বিভাজক দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।’

অপরদিকে, পূবাইলের তালটিয়া এলাকায় যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশাচালক উজ্জ্বল হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১০টায় টঙ্গী-ঘোড়াশাল সড়কের তালটিয়া (জামান ফিলিং স্টেশন সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক উজ্জ্বল হোসেন পূবাইলের খিলগাঁও (কলেজ গেট) এলাকার সোহরাব মিয়ার ছেলে। আহতরা হলেন অটোরিকশার যাত্রী সুমন হালদার, রাশেদ ও আবুল বাশার।

পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই দিন রাত ১০টায় লাবিবা পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭৯১৬) টঙ্গী-ঘোড়াশাল সড়কের তালটিয়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালকসহ চার যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোচালক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। আহতদের ওই হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।’ পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। উভয় ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪