1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের নতুন ধাপে ইউক্রেন: জেলেনস্কি

  • সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২২১
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের নতুন ধাপে রয়েছে কিয়েভ। মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। বৃহস্পতিবার খারকিভে তিনি সাক্ষাৎকারটি দিয়েছেন। শুক্রবার তা প্রকাশিত হয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, আমরা যুদ্ধের নতুন ধাপে রয়েছি, এটি সত্য। শীতকাল যুদ্ধের একটি নতুন ধাপ।

সাক্ষাৎকারে শীতে ইউক্রেনের চ্যালেঞ্জ, পাল্টা আক্রমণ ও মধ্যপ্রাচ্যে চলমান  হামাস-ইসরায়েল  যুদ্ধ নিয়েও কথা বলেছেন।

ইউক্রেনের পাল্টা আক্রমণ নিয়ে তিনি বলেন, দেখুন, আমি পিছু হটছি না, আমি সন্তুষ্ট। আমরা বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছি।

তিনি আরও বলেছেন, আমরা মানুষ হারাচ্ছি, এতে আমি সন্তুষ্ট নই। আমরা যে-সব অস্ত্র চেয়েছি, সেগুলো পাচ্ছি না। এতে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই, কিন্তু আমি খুব বেশি অভিযোগও করতে পারব না।

জেলেনস্কি বলেন, আমরা দ্রুত ফলাফল চেয়েছিলাম। দৃষ্টিভঙ্গিগত অবস্থান থেকে,  দুর্ভাগ্যবশত আমরা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারিনি, এটি সত্য।

দেশে অস্ত্র উৎপাদন, কম সুদে ঋণ এবং অস্ত্র উৎপাদনের লাইসেন্স পাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ নিয়ে জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যের দুঃখজনক যুদ্ধের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ইউক্রেন থেকে সরে যাচ্ছে। শুধু অন্ধরাই কেবল এটি অস্বীকার করতে পারে।

তিনি আরও বলেন, এখানে যে একটি যুদ্ধ চলছে আমরা তা মানুষকে ভুলে যেতে দিতে পারি না।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪