1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি, নিহত ২

  • সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৮৯

আন্তর্জাতিক ডেস্ক-

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ভার্মন্ট এর ক্যাম্পাসের কাছে হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আবদালহামিদ নামের তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি করা হয়েছে। এই ঘটনায় দুই ছাত্র নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভার্মন্টে গুলিবিদ্ধ তিন ফিলিস্তিনি ছাত্রের পরিবার পুলিশকে এই হামলার সুষ্ঠু তদন্তের করার অনুরোধ জানিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীরা হামলার সময় কেফিয়েহ পরা ছিল যা ফিলিস্তিনিদের একটি ঐতিহ্যবাহী স্কার্ফ।
বার্লিংটনের পুলিশ প্রধান জন মুরা বলেছেন, এই ঘটনায় দুই জন নিহত হয়েছে। তৃতীয় গুলিবিদ্ধের অবস্থা আশঙ্কাজনক। পরিবারের সদস্যদের মতে, হামলার শিকার তিনজনই রামাল্লা ফ্রেন্ডস স্কুলে পড়ে।

কিন্নান আবদালহামিদ হ্যাভারফোর্ড কলেজের ছাত্র ছিলেন। হিশাম আওয়ারতানি ব্রাউন ইউনিভার্সিটির ছাত্র এবং তাহসিন আহমেদ কানেকটিকাটের ট্রিনিটি কলেজে পড়ত।

ভুক্তভোগীদের একজনের মামা রিচ প্রাইস বলেছেন, হামলার শিকার তিন জনের বয়সই ২০ বছরের মধ্যে ছিল। তারা তিন জনই একটি আট বছর বয়সী শিশুর জন্মদিনের দাওয়াতে গিয়েছিলেন। এখন আমাদের যা মনে হচ্ছে, আমরা রাস্তা দিয়ে হাঁটলেই আমাদের সাথে এমন ঘটনা ঘটবে, শুধুমাত্র আমরা ফিলিস্তিনি বলে।

তিনি বলেন, তারা বাসা থেকে বের হওয়ার পাঁচ মিনিটও হয়নি আর আমরা বাসার বাইরে পুলিশের গাড়ির শব্দ শুনতে পাই, তখনই বুঝেছি কিছু একটা অনাকাঙ্ক্ষিত ঘটেছে। তবে কল্পনাতেও ভাবিনি আমার ভাগ্নে এবং তার বন্ধুদের সাথে এমনটি হবে।

এই ঘটনার প্রেক্ষিতে আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিল অভিযুক্তদের ধরিয়ে দিলে ১০ হাজার ডলার পুরুস্কার ঘোষণা করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে হিংসাত্মক হামলা এবং অনলাইন হয়রানিসহ ইসলাম বিরোধী এবং ইহুদি-বিদ্বেষী ঘটনা বৃদ্ধি পেয়েছে।

ভার্মন্টের সিনেটর এবং সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স এই ঘটনার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোষ্টে তিনি লিখেছেন, এটি মর্মান্তিক যে বার্লিংটন এলাকায় তিনজন তরুণ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। তাদের প্রতি তো ঘৃণার কোনো কারণ নেই। তারা ব্যক্তিগত পর্যায়ে বর্তমান যুদ্ধের জন্য দায়ী ছিলেন না।

অন্যদিকে যুক্তরাজ্যে ফিলিস্তিনি মিশনের প্রধান রাষ্ট্রদূত হুসাম জোমলট তার সামাজিক মাধ্যমে তিন ছাত্রের একটি ছবি পোস্ট করে বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণামূলক এসব অপরাধ বন্ধ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪