আন্তর্জাতিক ডেস্ক-
ইউক্রেনে আগ্রাসনের পর থেকে রাশিয়া এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছেন কিয়েভের মেয়র। তিনি বলেন, শনিবার ভোরে এ হামলায় অন্তত ৫জন আহত হয়েছেন। এদিন কিয়েভের বিভিন্ন স্থানে ছয় ঘণ্টার অধিক সময় ধরে বোমা হামলা চালায় রাশিয়া। খবর বিবিসির
ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেন, সব ড্রোনগুলোই ইরানের শাহিদ কামিকাজের। অন্তত ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার জানিয়েছেন যে, বেশিরভাগ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
৫২ দিন বিরতির পর রোববার কিয়েভে বিমান হামলা পুনরায় শুরু করে রাশিয়া। ওই হামলায় কিয়েভসহ বিভিন্ন স্থানে ইউক্রেনীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ক্ষয়ক্ষতির এক সপ্তাহের মধ্যেই আবারও ড্রোন হামলা চালাল রাশিয়া।