1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

গাজায় ৪ ঘণ্টার ‘বিরতি’ দিতে রাজি ইসরায়েল, যুদ্ধবিরতিতে বাইডেনের ‘না’

  • সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৩৫৩
উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণে যাওয়ার জন্য প্রতিদিন হামলায় চার ঘণ্টার বিরতি দিতে সম্মত হয়েছে ইসরায়েল।
উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণে যাওয়ার জন্য প্রতিদিন হামলায় চার ঘণ্টার বিরতি দিতে সম্মত হয়েছে ইসরায়েল।

নিজস্ব প্রতিবেদক-

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণে যাওয়ার জন্য প্রতিদিন হামলায় চার ঘণ্টার বিরতি দিতে সম্মত হয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (৯ নভেম্বর) হোয়াইট হাউজ এই তথ্য জানিয়েছে। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় ইসরায়েলি আক্রমণে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির কোনও সম্ভাবনা নেই। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, গাজার উত্তরাঞ্চলে প্রতিদিন চার ঘণ্টার বিরতি দেবে ইসরায়েল। বিরতি শুরুর তিন ঘণ্টা আগে তা ঘোষণা করা হবে।

গাজায় হামলায় মানবিক বিরতির জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিয়ে আসছেন বাইডেন। গাজায় হামাস যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াইয়ে জড়িয়ে পড়েছে ইসরায়েলি সেনারা। গাজা শহরের উত্তরে মুখোমুখি লড়াই হচ্ছে।

জন কিরবি বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে বিরতির সময় ওই এলাকায় কোনও সামরিক অভিযান পরিচালনা করা হবে না এবং এই প্রক্রিয়া আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হবে।

এক মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে ১০ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেসামরিক ফিলিস্তিনি নিহতের ঘটনায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। যুক্তরাষ্ট্রেও এই দাবি জোরালো হয়ে উঠেছে। তবে এখন পর্যন্ত বাইডেন দীর্ঘ যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন।

হোয়াইট হাউজে তিনি সাংবাদিকদের বলেছেন, না। কোনও সম্ভাবনা নেই।

পরে মার্কিন প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যে, নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি তিন দিনের বেশি বিরতি দেওয়ার জন্য বলেছিলেন।

নেতানিয়াহুকে নিয়ে হতাশ কি না জানতে চাইলে বাইডেন বলেন, আমার প্রত্যাশার চেয়ে একটু বেশি সময় লেগেছে।

তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে চার ঘণ্টার যে বিরতির ঘোষণা দেওয়া হয়েছে সেটির কথা তিনি উল্লেখ করেননি।

ওয়াশিংটনের পক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে যুদ্ধের আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে বেসামরিকদের প্রাণহানি এড়ানোর জন্য। কিন্তু একান্ত আলাপে অভিযানের তীব্রতা কমানো এবং গাজাকে নিয়ে হামলার পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির আহ্বান জানানো হচ্ছে।

গত কয়েকদিন ধরে উত্তর গাজায় আক্রমণ ও ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার তারা দাবি করেছে, দশ ঘণ্টার লড়াইয়ের পর হামাসের একটি শক্তিশালী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪