1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

এটা যুদ্ধের সময়: নেতানিয়াহু

  • সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২১২
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট – 

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি গতকাল সোমবার বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হবে না। আজ মঙ্গলবার সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে আমি ইসরায়েলের অবস্থান স্পষ্ট করতে চাই। যুক্তরাষ্ট্র যেমন পার্ল হারবার বা ৯/১১’র সন্ত্রাসী হামলার মতো ঘটনার ক্ষেত্রে যুদ্ধবিরতি করতে রাজি হবে না, ঠিক ইসরায়েলও ৭ অক্টোবরের হামলার ঘটনার পর হামাসের বিরুদ্ধে অভিযান বন্ধ করবে না।

তেল আবিবে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিরতির ডাক দেওয়া মানেই ইসরায়েলকে হামাসের কাছে, সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করার ডাক দেওয়া। এ ছাড়া এসময় তিনি বাইবেলের কথা উল্লেখ করে বলেন, বাইবেল বলা হয়েছে, শান্তির একটি সময় আছে এবং যুদ্ধেরও সময় আছে। এখন যুদ্ধের সময় আমাদের ভবিষ্যতের জন্য।

হামাস গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে। হামাসের দাবি, মাত্র ২০ সেকেন্ডে ইসরায়েলে তারা পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেঙে দেশটিতে ব্যাপক তাণ্ডব চালায়। হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। এরপরেই হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। 

ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার পাঁচজনে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪