ডেস্ক রিপোর্ট
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। বলিউডে একের পর এক সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। তবে বেছে বেছেকরেন বাংলা সিনেমা। টলিপাড়ায় নতুন খবর খুব শিগরিরই আবার বাংলায় কাজ করতে চলেছেন এ অভিনেত্রী।
তবে কোনো সিনেমা নয়, একটি ওয়েব সিরিজে প্রধান চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। এর আগে বাংলা ওয়েব সিরিজে রাইমাকে দেখেছেন দর্শকরা। ‘হ্যালো’ ও ‘রক্তকরবী’ তার মধ্যে অন্যতম।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, সম্প্রতি রাইমার কাছে নতুন একটি ওয়েব সিরিজের প্রস্তাব গেছে। এর নাম ‘কলঙ্ক’। ‘হইচই’-এর জন্য তৈরি হচ্ছে সিরিজটি। লক্ষণীয়, সম্প্রতি, সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মটি একাধিক ওয়েব সিরিজের কথা ঘোষণা করেছে। সেখানে সাহানার বেশ কয়েকটি কনটেন্ট ছিল। যেমন ‘ইন্দু’, ‘গভীর জলের মাছ’ ও ‘গোরা’ সিরিজের নতুন সিজন।